শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মেহেরপুরে ভাবী হত্যার ঘটনায় ঘাতক দেবর গ্রেফতার

রকিবুল ইসলাম (রকি)

মেহেরপুরে ভাবী  হত্যার ঘটনায় ঘাতক  দেবর গ্রেফতার

মেহেরপুরের গাংনীর বামুন্দীতে মালা খাতুন হত্যার ঘটনায় তার দেবর ঘাতক আকরামুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যে রাতে উপজেলার মমিনপুর ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


প্রতিদিনের কুষ্টিয়া নিউজ কে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওবাইদুর রহমান জানান,বামন্দী চেরাগী পাড়ার সলেমান মিয়ার ছেলে ঘাতক আকরামুল হোসেন মমিনপুর ঘাট এলাকা দিয়ে পার্শবর্তী দৌলৎপুর উপজেলায় পালিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ভবানীপুর পুলিশ ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী মোহাম্মদপুর গ্রামের মুস্তাফিজুর রহমানের বাড়ির খাটের তোষকের নীচ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এদিকে মালা খাতুন হত্যার ঘটনায় তার চাচা শাহাদত হোসেন বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেছে যার নম্বর -১৫, তারিখ ০৫/১১/২০ ইং।

গাংনী থানার ওসি তদন্ত মো: সাজেদুল ইসলাম জানান,গ্রেফতারের পর আকরামুল হোসেনকে আদালতে সোপর্দ করা হলে সে তার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলায় দ্রত সময়ের মধ্যে আদালতে চার্জশীট দাখিল করা হবে।

উল্লেখ্য : গত বৃহস্পতিবার সকাল ১০ টায় দিকে আকরাম আলী তার তিন বছরের শিশু পুত্র তানজিমকে মারধর করছিলো। এসময় তার বড় ভাবি মালা খাতুন বাধা দিতে গেলে ধারালো ছুরি দিয়ে পেটে ঢুকিয়ে দেয়। এরপর স্থানীয়রা তাকে দ্রত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ১২ ঘন্টার মধ্যে মালা খাতুনের ঘাতক আকরামুল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় ও নিহতের স্বজনরা।


Facebook Comments Box


Posted ২:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!