গাংনী প্রতিনিধি
মেহেরপুরে ০৫গ্রাম হেরোইন সহ ২ জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ মঙ্গলবার দুপুর ৩:৪০মিনিটে দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো, মেহেরপুর সদর উপজেলা যাদবপুর গ্রামের আবু বক্কর এর ছেলে আমিনুল ইসলাম(৩০) ও একই গ্রামের গোলাম হোসেনের ছেলে আসান আলী(৪০)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর সদর উপজেলার যাদবপুর কবরস্থানের প্রধান সড়কের সামনে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে ০২ গ্রাম হেরোইন ও আসান আলি ০৩ গ্রাম হেরোইনসহ আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও সিটি ১০০সিসি বাজাজ মোটরসাইকেল উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
Posted ৩:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)