গাংনী প্রতিনিধি
মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে বড় বাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে এক চুরির ঘটনা ঘটেছে।এটা একটা দুঃসাহসিক চুরির ঘটনা। চোর দোকানের পাশের দেয়াল কেটে ভিতরে প্রবেশ করে সিন্দুক সিন্দুক থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে গেছে।
শুক্রবার দিনগত রাত থেকে শনিবার ভোরের মধ্যে কোন এক সময় সময় এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। জানা গেছে মেহেরপুর শহরের বড় বাজার চার রাস্তার মোড় থেকে কয়েক গজ পশ্চিমে সানন্দা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে চোর দোকানের পাশে ছোট্ট একটি গলিতে প্রবেশ করে দেওয়াল কেটে ভিতরে প্রবেশ করে। দোকানের ভেতরে থাকা সিন্দুক ভেঙে সিন্দুক থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে চলে যায়।
Posted ৪:০৭ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)