শুভেচ্ছা বাণীতে মোঃ ইসাহক আলী বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয় আমাদের অহঙ্কার। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরোচিত যুদ্ধ আমাদের এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগাবে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে সর্বদা আরও উন্নত ও সম্বৃদ্ধ করতে শক্তি যোগায়।
তিনি স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ ১৫ আগস্ট নিহত সকল কে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত ও মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। সব ভেদাভেদ ভুলে বিজয় দিবসের চেতনায় সুখি, সমৃদ্ধশালী, আধুনিক দৌলতপুর গড়তে জননেতা আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি এর হাতকে শক্তিশালী করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান মোঃ ইসাহক আলী।
Posted ১:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor