প্রতিদিনের কুষ্টিয়া অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর মৎস্য ভবন মোড়ে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় রেজিয়া খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মেয়ে রিনা আক্তার ।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রেজিয়া বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, দাঁতের চিকিৎসার জন্য পাঁচ-ছয় দিন আগে গ্রামে থেকে তার কাছে আসেন রেজিয়া।
মিরপুর ১ নম্বরের বাসায় নিয়ে যেতে এসেছিল তার বোন রিনা। বিকেলে ছেলে আবুল হাসান নিজেই মা ও বোনকে মৎস ভবন মোড়ে নিয়ে যায় গাড়িতে উঠিয়ে দিতে। তবে মোড়ে মা ও বোন রিনা দুজনই রাস্তা পার হচ্ছিলেন। তখনই একটি বাস তাদের দুজনকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বোন রিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দুই পায়েই আঘাত রয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে ও এর চালককে আটক করা হয়েছে।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)