ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ একই পরিবারের আটজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ১৮ আগস্ট সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখনো উদ্ধার তৎপড়তা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহের উপপরিচাল আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমরা জানতে পেরেছি মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে ছেড়ে এসেছে। এটি শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুরের বাশাতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। স্থানীয়রা খবর দিলে আমাদের টিম গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন বলে জানান তিনি। ধারণা করা হচ্ছে, সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
Posted ১০:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor