সাজ্জাদ ফয়সাল,যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ডা. মীর মোশাররফ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে বলা হয়, অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করার অভিপ্রায়ে বৈষম্য দূর করার জন্য আগামী ২০/০৮/২০২০ তারিখের ভিতর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগের চেয়ারম্যানের কাছে অনলাইনে ক্লাস করার মতো ডিভাইস কেনার মতো অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে।
বিজ্ঞাপ্তিতে আরও বলা হয় যে অনলাইনে শিক্ষা বৈষম্য দূর করার জন্য কার্যক্রমটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রেরিত পত্র অনুযায়ী নেওয়া হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অনলাইনে ক্লাস সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে এবং এই ডিভাইস কেনার অর্থ সফট লোন/গ্রান্টস আকারে দেওয়া হবে।
Posted ৫:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque