বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

যবিপ্রবির দুর্নীতিবাজ উপাচার্য অধ্যাপক ড.মোঃআনোয়ার হোসেনের ব্যর্থতা

 সাইফ উদ্দীন আল-আজাদ

যবিপ্রবির দুর্নীতিবাজ উপাচার্য অধ্যাপক ড.মোঃআনোয়ার হোসেনের ব্যর্থতা

যবিপ্রবির দুর্নীতিবাজ ও চরম স্বেচ্ছাচারী উপাচার্য অধ্যাপক ড.মোঃআনোয়ার হোসেনের ব্যর্থতার সংক্ষিপ্ত চিত্র তথ্য অনুযায়ী তুলে ধরা হলো। ১/ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র ছবি বিকৃতি করেন, যা আদালতে প্রমানিত হয়েছে এবং সংবিধান ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রীপরিষদ সচিব মহাদয় কে মহামান্য হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন। ২/হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির সাথে জড়িতদের অবৈধভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দেন।


৩/ উচ্চ শিক্ষার সিমাগো (scimago) বিশ্ববিদ্যালয় র্্যাংকিংয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আনতে সম্পুর্ণভাবে ব্যর্থ হন। ৪/মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনির উপস্থিতিতে (১৪/০৪/২০২০ খৃষ্টাব্দ তারিখে বিশ্ব সেরা টপ ২% গবেষক হিসেবে নির্বাচিত হয়েছেন বলে মিথ্যাচার করেন। ৫. যবিপ্রবির রিজেন্ট বাের্ডে পাশকৃত ( ১৯/০৪/২০১৪ খ্রি তারিখে ২৩/২৯ তম ) শিক্ষক নিয়ােগ ও আপগ্রেডেশন নীতিমালা অমান্য করেন । ৬. নিয়ম বহির্ভূতভাবে প্রতি মাসে ৩ হাজার টাকা গবেষণা ভাতা গ্রহণ করেন , যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ( ইউজিসি ) আপত্তি দেন । সরকারি বিধিমালা লঙ্ঘন করে উপাচার্য ক্যাম্পাসে অবস্থানকালীন দিন প্রতি ১২৫ টাকা ভাড়া দিয়ে উপাচার্যের জন্য নির্ধারিত বাংলাে সম্পূর্ণ ব্যবহার করেন এবং বাংলাের সকল সুযােগ – সুবিধা ভােগ করেন , যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ( ইউজিসি ) আপত্তি দেন ।

১৮. ৩০/০৬/২০১৪ খ্রি . তারিখে উপাচার্যের জন্য নির্ধারিত বাংলাে ১ ম পর্যায়ে নির্মাণ কাজ ১০০ % সমাপ্ত হয়েছে বলে নিশ্চিতকরণ হয় এবং ২০১৫ সালে ৩০ লক্ষ টাকা দিয়ে পুনরায় মেরামত করা হলেও উপাচার্যের বাংলাে নির্মাণাধীন বলে বাড়ি ভাড়া ফাঁকি দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করেন । ৯. ঢাকায় উপাচার্যের পরিবারের সদস্যদের বসবাসের জন্য বাড়ি ভাড়া বাবদ নিয়ম বহির্ভূতভাবে প্রতি মাসে ৬০ হাজার টাকা গ্রহণ করেন । ১০. উপাচার্যের দপ্তর কর্তৃক অস্তিত্বহীন কর্মচারীর নামে বেতন উত্তোলন করে সকারি অর্থ আত্বসাৎ করা হয় । ১১. উপাচার্য নিজে লিফট প্ৰিশিপমেন্ট ইন্সপেকশন কমিটির মনােনীত সদস্য হিসাবে লিফট প্ৰিশিপমেন্ট ইন্সপেকশন না গিয়ে অবৈধভাবে প্রভাব খাটিয়ে বেচ্ছাচারিতার মাধ্যমে ভ্রমণ ভাতা বিমান ভাড়া হিসাবে ঠিকাদারের নিকট থেকে টাকা গ্রহণ করেন । ১২. উপাচার্যের নিয়ােগ বাণিজ্যের সিন্ডিকেটের দাবীকৃত ১৭ লাখ টাকা দিতে না পারায় মুনজুরুর রহমান নামে এক যুবকের ব্যক্তিগত সহকারী ( পিএ ) পদে চাকুরী হলেও যােগদান করতে দেননি । ১৩ , বিনা টেন্ডারে প্রায় এক কোটি টাকা ব্যয়ে আরএফকিউ পদ্ধতিতে নিজের অফিস ডেকোরেশন ও আপন বােনকে দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে এসি সুরবাহ এবং ঢাকার নিজ বাসভবন সজ্জিত করেন । ১৪. ৩ বছর ১১ মাসে যবিপ্রবির ক্যাম্পাস ৩৫ একর হতে উন্নীত করতে নতুন ভূমি অঙ্কিাহল প্রকল্প আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ এবং প্রশাসনিক অদক্ষতার পরিচয় দেন । ১৫. সাবেক উপাচার্যের আমলে বরাদ্দকৃত ২৮২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ০৩ বছর ১১ মাসে বেশিরভাগ প্রকল্প সম্পন্ন ও ব্যবহার উপযােগী করতে ব্যর্থ হন । ১৬. মুন্সী মেহেরুল্লাহ জুত্র হল ( ১০ তলা ভিতে ১০ তলা ভবন ১০০০ আসন বিশিষ্ট হল ) নির্মাণ কাজ সম্পন্ন ও ব্যবহার উপযােগী করতে ব্যর্থ হন । ১৭. বীর প্রতীক তারামন বিবি হল ( ২ য় ছাত্রী হল : ১০ তলা ভিতে ১০ তলা ভবন ১০০০ আসন বিশিষ্ট হল ) নির্মাণ কাজ সম্পন্ন ও ব্যবহার উপযােগী কতে ব্যর্থ হন । ১৮ , ২ য় একাডেমিক ভবন ( ১০ তলা ভিতে ১০ তলা ভবন ) নির্মাণ কাজ সম্পন্দ্র ও ব্যবহার উপযােগী করাতে ব্যর্থ হন । ১৯. শেখ রাসেল জিমনেসিয়াম তড়িঘড়ি করে উদ্বোধন কা হলেও ০২ মাসের মাথায় ফাটলসহ ১০ টি জুটি লক্ষ্য ক্লা যায় , যা পরবর্তীতে আবার বিভিন্ন জায়গায় মেরামত ল্লা হচ্ছে , যা প্রকল্প বান্তবায়নের ক্ষেত্রে চরম প্রশাসনিক অদক্ষতার ও ব্যর্থতার পরিচয় দেন । ২০. টিএসসি ভন নির্মাণ কাজ ০৩ বছর ১১ মাসে সম্পন্ন ও ঝবহার উপযােগী কতে ব্যর্থ হন । ২১. কেন্দ্রীয় চিকিত্সা কেন্দ্র ভবন নির্মাণ কাজ সম্পন্ন হলেও সেখানে ক্রয়কৃত চিকিত্সা সরঞ্জাম যেমন- এক্সরে মেশিন , ইসিজি , মিনি ওটি ইত্যাদি চলুতে ব্যর্থ হন । ২২. গ্লাস ও প্রাণি হাউস ( ১ লা ভবন ) নির্মাণ করার জন্য ডিপিপিতে আলাদা ভবন নির্মাণ করার কথা থাকলেও নিয়মবহির্ভূতভাবে ৯ তলা বিশিষ্ট একডমিক ভবনের ১ ম তলাতে শুধুমাত্র প্রাণি হাউস নির্মাণ করেন যা এখনও পর্যন্ত অসম্পূর্ণ , অন্যদিকে গ্রাস হাউস নির্মাণ কাজ এখন পর্যন্ত্র শুক্ল করতেই পারেনি । ২৩. অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ ও মেজর সারফেজ ড্রেন নির্মাণ কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন যা ডিপিপিতে উল্লেখ থাকলেও এখনও পর্যন্ত শুরু হয়নি । ২৪. বিভিন্ন ভবনে অগ্রি শনাক্ত ও সুরক্ষা ব্যবস্থা স্থাপনের ক্ষেত্রে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দেন । ২৫. বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও কেমিক্যাল , আসবাবপত্র , টেলিফোন ও পিএবিএক্স , জেনারেটর ও লিফট ( ২ য় একাডেমিক ভবন , ২ য় ছাত্র হল , ২ য় ছাত্রী হল ও টিএসসি ভবনের জন্য ) ক্রয়ে সম্পূর্ণ ব্যর্থ এবং প্রশাসনিক অদক্ষতাত্র পরিচয় দেন । ২৬. যবিপ্রবির নতুন একাডেমিক ও অবকাঠামাে উন্নয়ন প্রকল্প আনতে সম্পূর্ণ ব্যর্থ এবং প্রশাসনিক অদক্ষর পরিচয় দেন । ২৭. বিভিন্ন বিভাগের জন্য নতুন ল্যাবরেটরি উন্নয়ন প্রকল্প আনতে সম্পূর্ণ অর্থ এবং প্রশাসনিক অদক্ষতার পরিচয় দেন । ২৮. চাকুরীর বাজারের চাহিদার কথা বিবেচনা করে নতুন একাডেমিক ইন্ডাস্ট্রি কেলাৰৱেশন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ এবং প্রশাসনিক অদক্ষতার পরিচয় দেন ।

Facebook Comments Box


Posted ৪:০১ অপরাহ্ণ | বুধবার, ১২ মে ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!