মাসুম বিল্লাহ, যশোর :
যশোর জেলা বিভিন্ন দিক থেকেই সারা দেশে বিখ্যাত। প্রথম শত্রু মুক্ত জেলা, একমাত্র বিমান বাহিনী প্রশিক্ষণ কেন্দ্র, বেনাপোল স্থল বন্দর, গদখালী ফুল উৎপাদন, চিরুনী শিল্প, মনিহার সিনেমা হল,সুন্দর ভাষায় কথা বলা, অতিথি পরায়ণ, খেজুরের গুড় ইত্যাদি কারণে সারাদেশে একনামে পরিচিত। যশোরের ঐতিহ্য টিকিয়ে রাখতে জেলা প্রশাসন এবার ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে। যশোরের জিরোপয়েন্ট মোড়ে নির্মীত হচ্ছে প্রায় 30 ফুট উচ্চতার তিনটি খেজুর গাছ। দৃষ্টি নন্দন এই গাছগুলো দেখতে প্রতিদিনই আসছে অনেক দর্শনার্থী। স্থানীয় বই ব্যবসায়ী বই জগত লাইব্রেরীর মালিক আকমল হোসাইন (72) বলেন আমরা যশোর বাসী খেজুরের গুড় খেতে খুবই পছন্দ করি। অন্য পথচারী রুয়েটের EEE তে পড়া ছাত্র শরিফুজ্জামান শাওন (20) বলেন অন্য জেলা থেকে আগত যেকোনো ব্যক্তি সহজেই যশোর জেলার সম্পর্কে জানতে পারবে।
Posted ১২:২০ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque