যুবদল নেতা শামীম আহমেদকে জেলার গুরুত্বপূর্ণ পদ দিতে তৃণমূল নেতাকর্মীদের দাবি।
ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটার্স এদেশের একজন নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করার সুযোগ নিশ্চয়ই রয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখার কমিটি কয়েকদিন আগে গত হয়ে গিয়েছে। আমি আশাবাদী শীঘ্রই কুষ্টিয়াবাসী জেলা যুবদলের একটি নতুন কমিটি পেতে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা কুষ্টিয়া জেলা বিএনপির নতুন দুই অভিভাবক পেয়েছি। দলের প্রতি তাদের আত্মত্যাগ, শ্রম স্বার্থক হয়েছে এবং আমরা সানন্দের সাথে দুই মহোদয়কে গ্রহণ করেছি। মহান সৃষ্টিকর্তা তাদের দীর্ঘায়ু দান করুন। আমীন।
আমি মনে প্রাণে বিশ্বাস করি কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কুতুব উদ্দীন আহমদ চাচা এবং বিপ্লবী সদস্য সচিব জনাব ইন্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাই কুষ্টিয়া জেলা যুবদলকে সুসংগঠিত করতে অবশ্যই ত্যাগীদেরকেই সমর্থন এবং মূল্যায়ণ করবেন।
আসলে সকল ত্যাগী ও দূর্দিনের সূর্য্যসেনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সোনালী দিনের দ্বারপ্রান্তে। যারা দীর্ঘকাল ছাত্র রাজনীতি থেকে উঠে এসে যুব রাজনীতিতে শ্রম দিয়েছেন তাদেরকে অবশ্যই তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত। তারই পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া শহরের মধ্যে Shamim Ahamed একজন জনপ্রিয় মুখ। ওয়ার্ড ছাত্রদল থেকে উঠে এসে পর্যায়ক্রমে ইউনিয়ন ছাত্রদল এবং উপজেলা ছাত্রদলের নিবেদিত কর্মী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে অতঃপর কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সহ-স্বাস্হ্যবিষয়ক সম্পাদক ও শহর যুবদলের যুগ্ম আহবায়ক হয়ে দলের জন্য ত্যাগ স্বীকার করে এসেছেন এবং এখন অবধি করে যাচ্ছেন।
এসময়টা এতটা সহজও ছিল না। পোহাতে হয়েছে স্বৈরাচারী হাসিনা সরকার কর্তৃক মিথ্যা মামলার মত দুর্বিষহ সময়! ক্ষতিগ্রস্ত হয়েছেন নিজস্ব ব্যবসা খাতে।
কুষ্টিয়া সদর হাসপাতাল গেট থেকে হাসপাতাল বা স্বাস্থ্যসেবা সংক্রান্ত যাবতীয় সাপোর্ট তিনি দীর্ঘসময় ধরে করে আসছেন। এটা অস্বীকার করার অবকাশ নেই। এজন্য তিনি দলমত নির্বিশেষে একজন জনপ্রিয় মুখে পরিণত হয়েছেন।
এমন কর্মীবান্ধব মুখ কে অবশ্যই মূল্যায়ন করা হলে দল এবং জনগণ সঠিক প্রতিনিধিত্ব পাবে।
এশহরে তার চেয়ে অনেক বড় বড় এবং ত্যাগী ব্যক্তিত্ব রয়েছে যারা যুবদলকে রিপ্রেজেন্ট করে আসছে বা করতে যাচ্ছে। সুতরাং তাকে নিয়ে প্রত্যাশারও নিশ্চয়ই সীমাবদ্ধতার দরকার। কুষ্টিয়া জেলা যুবদলে আহ্বায়ক কিংবা সদস্য সচিব, সভাপতি অথবা সাধারণ সম্পাদক হিসেবে তাকে আসার দরকার নাই। কিন্তু তার মত ব্যক্তিদের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ স্হানে আসার খুব প্রয়োজন। সবশেষে একটা কথা বলতে চাই, কে কোন গ্রুপ করলো এটা না দেখে দল ও সংগঠনের জন্য কে কতটুকু করতে পারলো এটাকেই মানদন্ডের সূচক হিসেবে ধরা হউক।
আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে পোস্ট গুলো সাধারণত করে থাকি। সুতরাং আমার এক্সপেকটেশন একান্তই আমার সিদ্ধান্ত। শামীম ভাই এর জন্য রইল শুভকামনা। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০২৪
protidinerkushtia.com | editor