সেলিম রেজা,
যে কোন চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবেলায় পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে :অতিরিক্ত আইজিপি
কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. খাইরুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে পুলিশের অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) শাহাবুদ্দিন খান।
সমাবেশে বক্তব্য রাখেন,জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খান,চেম্বার অব কমার্সের সভাপতি হাজী রবিউল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী,দৌলতপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এ্যাড. এজাজ আহমেদ মামুন ও আব্দুল মান্নান খান।
সমাবেশে অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন,জনগনকে সম্পৃক্ত করে বিট ও কমিউনিটি পুলিশ কার্যক্রম বেগবান করা হয়েছে।বিট পুলিশি চালু হওয়ার পর অপরাধ অনেক কমে গেছে। আগে থেকেই ব্যবস্থা নেওয়ার ফলে জনগনের জানমাল রক্ষা পাচ্ছে।
বৈশ্বিক সন্ত্রাসবাদ ও ষড়যন্ত্র মোকাবেলা করতে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগের থেকে পুলিশ এখন বেশি জনসম্পৃক্ত। যে কারনে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করা পুলিশের সহজ হচ্ছে। পুলিশকে আধুনিক ও জনসম্পৃক্ত করে গড়ে তুলতে বর্তমান প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
সমাবেশে কুষ্টিয়া জেলার বিটের অফিসার ও কমিউনিটি পুলিশ ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩
protidinerkushtia.com | editor