যেকোন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে: হাজ্বী মোঃ হুমায়ুন কবির
সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি এখনো বিরাজমান। সুতারাং তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী মোঃ হুমায়ুন কবির
শুক্রবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে হাজ্বী মোঃ হুমায়ুন কবির এ কথা বলেন।
হাজ্বী মোঃ হুমায়ুন কবির বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের সংগ্রাম – স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার সুফলও ঘরে ঘরে পৌঁছে দিতে পারছি। এটা আমাদের জন্য বড় অর্জন। কিন্তু আমাদের সেই মুক্তির সংগ্রাম এখনো চালিয়ে যেতে হবে। সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি এখনো বিরাজমান। তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। সুতারাং তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।
Posted ৯:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor