কুষ্টিয়া প্রতিনিধি
রঙিন পোস্টার দেয়ালে সাঁটার কারনে কুষ্টিয়ায় এক ইউপি সদস্য প্রার্থীর জরিমানা
কুষ্টিয়ায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীকে আচরণ বিধি লংঘন করার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদকী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
জানা যায়, সদকী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোরগ মার্কা প্রতীকের মো. নজরুল ইসলাম নির্বাচনী প্রচারণার জন্য রঙিন পোস্টার দেয়ালে সাঁটেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় কুমারখালী থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
Posted ১:৩৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
protidinerkushtia.com | editor