নিজশ্ব প্রতিনিধী
রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার
রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৬০০ গ্রাম হেরোইন সহ মোঃ জনি (৪০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার বিকেল ৩টায় রাজশাহীর চারঘাট থানাধীন মৌগাছী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ জনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়া এলাকার জুমাদ আলীর ছেলে।
বুধবার রাত ৯টায় র্যাব-, ৫,এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, রাজশাহীর চারঘাট থানাধীন মৌগাছি গ্রামের একটি বাগানে ১জন মাদক কারবারী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
Posted ৬:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৬ এপ্রিল ২০২২
protidinerkushtia.com | editor