প্রতিদিনের কুষ্টিয়া অনলাইন নিউজ ডেস্ক
রাজশাহীর তানোরে শিবনদীর পানিতে ডুবে বাবু ইসলাম (২১) নামে এক যুবক মারা গেছেন। নিহত ওই যুবক তানোর পৌর এলাকার গোকুল মহল্লার এবারত উদ্দিনের ছেলে।
সোমবার (১২ অক্টোবর) বাবুর মরদেহ পানিতে ভেসে উঠলে গ্রামবাসী উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন। আজ বুধবার ময়না তদন্ত শেষে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
তানোর থানার ওসি রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মামলার পর বাবুর মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও গ্রামবাসীরা জানান, বাবু উপজেলার গোকুল গ্রামের এবারত উদ্দিনের ছেলে। সোমবার ভোরে জাল নিয়ে বাড়ির পাশে শিবনদীর বিলকুমারী বিলে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে তার মরদেহ পানিতে ভেসে ওঠে। গ্রামবাসী মরদেহ উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। তবে মৃত বাবু দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছে
Posted ৫:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)