কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে মোটর সাইকেল-অটো রিকসার সংঘর্ষে রবিউল ইসলাম (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (১৪ আগষ্ট) দুপুরের দিকে রাজারহাট উপজেলার চায়না বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত রবিউল ইসলাম দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এসময় রাস্তায় চলন্ত একটি অটো রিকসার সাথে ধাক্কা খেয়ে সে ঘটনা স্থলেই মারা যায়। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
নিহত রবিউল ইসলাম রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মসরুত নাখেন্দা গ্রামের বিপ্লব শেখের ছেলে।
রাজার হাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Posted ৪:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor