নুরআলম নাহিদ কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজার হাট উপজেলার তিস্তা কুড়িগ্রাম রোডে মন্ডলের বাজার নামক স্থানে, রাজার হাট হইতে – ২ কিঃমিঃ পশ্চিমে মোটরসাইকেল দূর্ঘটনায় এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জাকির হোসেন সূত্রে জানা যায়- ১২ আগষ্ট বুধবার আনুমানিক দূপুর ১ টার সময় মন্ডলের বাজার এলাকায় রাজারহাট গামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসে,ঠিক ঐ সময় বৃদ্ধা মহিলা রাস্তার পাশে পাটখড়ি শুকাতে দেয়,এমন সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ করতে না পারায় বৃদ্ধাকে আঘাত করে। মোটরসাইকেলটির প্লেট নং-কুড়িগ্রাম হ,-১৩-২৯৭০। এতে ঘটনাস্থলে বৃদ্ধা মহিলা গুরুতর আহত হন।
পরে এলাকাবাসীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন এবং বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে দেন। রাজার হাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকগণ বৃদ্ধাকে মৃত্যু ঘোষণা করেন।
পরে ঐ বৃদ্ধা মহিলার পরিচয় সনাক্ত করা গেছে। মৃত বৃদ্ধা মহিলার নাম ছকিনা বেগম, স্বামীর নামঃ মৃত সামছুল হক, তিনি দেবীচরণ গ্রামের বাসিন্দা। অপরদিকে মটর সাইকেল আরোহীকে এলাকাবাসী উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠালে সেখান থেকে সে পালিয়ে যায়।
রির্পোট লেখা পর্যন্ত মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা যায় নেই। তবে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে রাখা হয়েছে।
Posted ১২:২৫ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque