নিজস্ব প্রতিনিধি
রিফাইতপুর ইউনিয়নের উদ্যোগে যক্ষা ম্যালেরিয়া
এইচআইভি ও কোভিড ১৯ প্রতিরোধে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা
৯ নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ব্র্যাকের আয়োজনে টিভি, ম্যালেরিয়া এইচআইভি ও কোভিড ১৯ কার্যক্রমের উপর ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রশিদ বাবলু চেয়ারম্যান
সহ সভাপতি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ,,
প্যানেল চেয়ারম্যান ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ রফিকুল ইসলাম বাবু ,, মোঃ বজলুল হক সচিব রিফাতপুর ইউনিয়ন পরিষদ মোঃ আহসান হাবীব চঞ্চল ,, সহ ইউনিয়নের ওয়ার্ড সদস্যগণ
আরো উপস্থিত ছিলেন রিফাতপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রাম পুলিশ বৃন্দ
রবিবার ২১ মে রিফাইতপুর ইউনিয়ন পরিষদে টিভি ম্যালেরিয়া এইচআইভি ও কোভিড ১৯ এর উপর সচেতয়তা তৈরির উপর বিস্তারিত আলোচনা করেন
মোঃ লোকমান হোসেন,মেনেজার যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোজাম্মেল হক যক্ষা নিয়ন্ত্রণ এর প্রোগ্রাম অফিসার
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব কারী মোঃ আব্দুল খালেক মুহতামিম কিরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা রিফাইতপুর । সভায় বক্তারা বলেন যক্ষা কি , যক্ষার প্রকারভেদ , কিভাবে যক্ষা ছড়ায় , যক্ষা রোগের লক্ষণ, যক্ষারোগ সনাক্তকরণ ও করনীয় , যক্ষা রোগ সম্পর্কে সামাজিক ধারণা, যক্ষা নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের ভূমিকা,
চিকিৎসায় যক্ষা ভালো হয়, যক্ষা প্রতিরোধ জন্মের পরপরি প্রত্যেক শিশুকে বিসিজি টিকা দেওয়া উচিত হাঁচি কাশি ও কফের মাধ্যমে এই রোগ ছড়ায় , তাই রাস্তাঘাটে হাঁচি কাশি এলে মুখে রুমাল চেপেধরা উচিত ।
যক্ষা হলে রক্ষা নাই
এই কথার ভিত্তি নাই সচেতন জনগণ হিসেবে সমস্যা দেখা দিলে পরীক্ষা করে ওষুধ সেবন করতে হবে ।
Posted ১:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩
protidinerkushtia.com | editor