রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন জামিরুল ইসলাম বাবু
রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে এম জামিরুল ইসলাম বাবু চেয়ারম্যান সভাপতি নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার (১৭ অক্টোবর) দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ ও সাধারণ সম্পাদক এ্যাডঃ শরীফ উদ্দীন রিমন এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উপজেলা ও জেলা আওয়ালীগের কার্যনির্বাহী কমিটির সভায় ২ সদস্য বিশিষ্ঠ দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়ন কমিটি অনুমোদিত হলে রিফাইতপুর ইউনিয়নের চেয়ারম্যান এম জামিরুল ইসলাম বাবু সভাপতির দায়িত্ব পাই।
জামিরুল ইসলাম বাবু বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ, ৯নং রিফাইতপুর ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত করায়, কুষ্টিয়ার রুপকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাহবুব উল-আলম হানিফ সাহেব, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সদর উদ্দীন খাঁন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী সাহেব, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শরীফ উদ্দীন রিমন কৃতঙ্গতা জানাই।
এছাড়াও তিনি আরও বলেন রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে সাথে নিয়ে রাজনীতি করতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন।
এ দায়িত্ব পাওয়ায় তাঁকে দলীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১
protidinerkushtia.com | editor