বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের আয়োজনে আজ সোমবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর আবেদের ঘাটে
চিলমারীও ফিলিপনগর ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রান’ বিতরন করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবি এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আজীবন সদস্য রেড ক্রিসেন্ট সোসাইটি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন, গোলাম জাকারিয়া, মোফাজ্জেল হক, মজিবর রহমান মাষ্টার, ফজলুল হক কবিরাজ,আসলাম উদ্দিন, শহিদুল ইসলাম,দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জাহেরুল ইসলাম, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের ত্রান ওসমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক স্বপন আলী,দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের
প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা আলম রিগ্যান, সোহেল রানা ওরুশ কবিরাজ, মাহাবুব, মামুন কবিরাজ, ওয়াসিম কবিরাজ, এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী।
Posted ২:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
protidinerkushtia.com | editor