নুরআলম নাহিদ কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হল স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। কর্মসূচীর মধ্যে ছিল কালো ব্যাচ ধারন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালী, শোক সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
শনিবার (১৫আগস্ট) সকাল ৭টা থেকে সারা দিনব্যাপী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল কাদের ও বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, খন্দকার সামছুল আলম, সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মাহফুজুর রহমান, রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম, সদর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শালু,উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সিএসডিকে’র নির্বাহী পলিচালক আবু হানিফ মাষ্টার, রৌমারী ফায়ার স্টেশনের লিডার আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন। শোক দিবসে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহন করেন।
Posted ২:৩৬ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque