লকডাউন বাস্তবায়নে কুমারখালীতে মোবাইল কোর্টের অভিযানে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা
কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মোবাইল কোর্ট ।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত আছেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান।
শেষ খবর পাওয়া পর্যন্ত নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে ব্যাবসা পরিচালনা করায় এ পর্যন্ত ১৫ জন ব্যাবসায়ীর নিকট থেকে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা প্রতিপালনে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানাগেছে।
Posted ১:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor