বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

লাগামহীন বাড়ছে হিলি বন্দরে কাঁচা মরিচের দাম

মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর।

লাগামহীন বাড়ছে হিলি বন্দরে কাঁচা মরিচের দাম

চারদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। প্রকার ভেদে ১২০ টাকার মরিচ আজ ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাহিদার তুলোনায় আমদানি কম হওয়ায় বেড়েছে কাঁচা মরিচের দাম, এমনটিই বলছে মরিচ ব্যবসায়ীরা। আবার টানা বৃষ্টির কারণে দেশে মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় দাম বেড়েছে কাঁচা মরিচের।


আজ মঙ্গলবার (২৫ আগস্ট) হিলি বন্দর বাজার ঘুরে দেখা গেছে, তিন থেকে চার আগে কাঁচা মরিচের পাইকারী বাজার ছিলো ১০০ টাকা। তা খুচরা বাজারে বিক্রি ছিলো ১২০ টাকা কেজি দরে। বর্তমান তা বৃদ্ধি পেয়ে ১৪০ টাকা পাইকারী এবং খুচরা বাজারে ব্যবসায়ীরা বিক্রি করছে ১৬০ টাকা কেজি দরে।

হিলি বাজারের খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, লাগামহীন ঘোড়ার মতো বেড়েয় চলছে কাঁচা মরিচের দাম। চার দিন আগে ১০০ টাকা দরে পাইকারী কিনে ১২০ টাকা দরে বিক্রি করেছি। আজ ১৪০ টাকা পাইকারী কিনে ১৬০ টাকা দরে বিক্রি করছি। দাম বাড়ায় ক্রেতাদের সাথে তর্কবিতর্ক হচ্ছে।লুৎফর রহমান নামের একজন মরিচ ক্রেতার সাথে কথা হয়, তিনি বলেন, দিন দিন কাঁচামরিচের দাম বেড়েয় চলছে। বর্তমান প্রতিটি সব্জির দাম অনেক বেশি। তারপর আবার প্রতিদিন মরিচের দাম বাড়ছে। এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে চলবো।

হিলি বন্দরের কাঁচা মরিচ ব্যবসায়ী গ্যামা শেখ বলেন, কয়েকদিন ধরে আমদানি কম হওয়ায় মরিচের দামটা বৃদ্ধি পেয়েছে। এদিকে দেশে ক’দিনের টানা বর্ষার কারণে ক্ষেতে মরিচের গাছ নষ্ট হয়ে গেছে।তাই দেশি মরিচের আমদানি কমে গেছে।


তিনি আরও বলেন, তবে আজ ভারত থেকে কাঁচামরিচের আমদানি বেশি হতে পারে এবং আমদানি বাড়লে মরিচের দামও অনেকটাই কমে যাবে।

Facebook Comments Box


Posted ৬:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!