খালিদ হাসান রিংকু
শপথ নিলেন মিরপুর-ভেড়ামারার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা।
ভেড়ামারা ও মিরপুর উপজেলার গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া ডিডিএলজি মৃণাল কান্তির সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই উপজেলার ইউনিয়নগুলোর নির্বাচিত চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান। উক্ত শপথ অনুষ্ঠানে অতিরক্তি জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি, এডুকেশন ও সার্বিক শারমিন আক্তার, জেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান সহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল হক, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, বাহিরচর ইউনিয়নের পূনঃ নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা বেগম এবং মোকারিমপুর ইউনিয়ন পরিষদের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান আব্দুস সামাদ শপথ নেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক সাইদুল ইসলাম তার বক্তব্যে জনগুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আজ শপথ নেওয়া ইউপি চেয়ারম্যানগণকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানান।
Posted ৩:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
protidinerkushtia.com | editor