মোঃ সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া।
ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি (৭৮ কুষ্টিয়া-৪, কুমারখালী খোকসা) প্রতিষ্ঠিত “শহিদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশন” ২০১৯ সালে মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সহযোগিতা করার উদ্দেশ্যে “শহিদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি- ২০১৯” এর আয়োজন করে।
গত ২০ ডিসেম্বর আয়োজিত প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় কুমারখালী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির মোট ৮৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তরপত্র মূল্যায়ন শেষে গত ৩ সেপ্টেম্বর তৃতীয় শ্রেণি থেকে ১২ জন, চতুর্থ শ্রেণি থেকে ১৮ জন, পঞ্চম শ্রেণি থেকে ২১ জন, ষষ্ঠ শ্রেণি থেকে ১১ জন, সপ্তম শ্রেণি থেকে ৯ জন, অষ্টম শ্রেণি থেকে ৫ জন, নবম শ্রেণি থেকে ৭ জন এবং দশম শ্রেণি থেকে ৩ জন অর্থাৎ মোট ৮৬ জনকে বৃত্তি প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।
আগামী ২৬ সেপ্টেম্বর, কুমারখালী পাবলিক লাইব্রেরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে।
Posted ১:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor