” শিক্ষা আমার অধিকার”
সোহানুর রহমান সোহাগ
শিক্ষা আমার অধিকার
ও ভাই করুণা তো নই
তবুও আজ শিক্ষা
নিতে লক্ষ টাকা ব্যয়।
কেহ পড়ছে এ লেভেলে
কেহ পড়ছে ও লেভেলে
কেহ আবার গরিব বলে
প্রাইমারি আর মক্তবেতে
শিক্ষা আমার অধিকার
ও ভাই করুনা তো নই।
প্রাইভেট সকল ভার্সিটি
বিলাসিতার আকাচ চুমি
ছাএরা তার অনেক দামি
পিতা মাতা টাকার খনি
শিক্ষা আমার অধিকার
ও ভাই করুনাতো নই।
শিক্ষা শেষে চাকুরী নিতে
মামা খালু চাচা লাগে
মুক্তি যোদ্ধার কোঠা নিলে
চাকরী পেতে সহজ হবে
শিক্ষা আমার অধিকার
ও ভাই করুনা তো নই।
Posted ৭:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque