আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে আগামী শনিবার শিল্প এলাকায় বাণিজ্যিক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।
একই সঙ্গে ওই দিন গ্রাহকরা বৈদেশিক মুদ্রার রফতানি বিল ক্রয়-বিক্রয় করে অর্থ নগদায়ন করতে পারবেন। এ বিষয়ে বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ওই দিন শিল্প এলাকাগুলোর মধ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর তৈরি পোশাক শিল্পের বাণিজ্যের সঙ্গে জড়িত শাখাগুলো পূর্ণ দিবস খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।
Posted ১:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor