শীতার্তদের মাঝে এসএফএ'র শীতবস্ত্র প্রদান।
কুষ্টিয়া কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল ফর অল এসএফএ’র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে রবিবার সকাল থেকে প্রতিবছরের ন্যায় সারাদিন ব্যাপী দৌলতপুর ও মিরপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র ও শীতের লোশন তুলে দেওয়া হয়।
বিগত বছরগুলোতে গ্রহীতাদের একত্রিত করে, তাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়ার পরিবর্তে এবছরে এলাকাভিত্তিক বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়াই সংগঠনটি। কুষ্টিয়ার মিরপুর উপজেলা এবং দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া, রিফাতপুর, দৌলতপুর, ফিলিপনগর ও গ্রাগপুরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় দেড় শতাধিক শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে শীতবস্ত্র পৌঁছে দেই সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে এসএফএ’র সাধারণ সম্পাদক ও প্রোগ্রাম ম্যানেজার মেহেদি হাসান অন্তরের নেতৃত্বে একটি টিম সফলভাবে আয়োজনটি সম্পন্ন করে।
আয়োজনটি সফল করার লক্ষ্যে যারা বিশেষভাবে অবদান রেখেছে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনটির সভাপতি আল বুখারি অনিক এবং তিনি এর পরের ধাপটি সফল করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
Posted ১:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১
protidinerkushtia.com | editor