কুষ্টিয়ার দৌলতপুরের বড়গাংদিয়া ঈদগাহ মোড়ে স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও সাঈদ আনসারী বিপ্লব চেয়ারম্যানের সার্বিক সহযোগিতায় তৈরি হলো মানবতার ঘর।
এই শীতে দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়াতে এমনই এক মহৎ উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছায়া। মানবতার ঘরে’ যে কেউ রেখে যেতে পারেন তার অপ্রয়োজনীয় পোশাক। এই ঘর থেকে গরিব-শীতার্তরা নিয়ে যান নিত্যপ্রয়োজনীয় পোশাক।
“নিয়ে যান আপনার প্রয়োজনীয় পোশাক, আর্তমানবতার সেবায় রেখে যান আপনার অপ্রয়োজনীয় পোশাক’- এ স্লোগান নিয়ে স্বপ্নছায়ার উদ্যোগে তৈরি হলো মানবতার ঘর।
মানবতার ঘরের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনসারী বিপ্লব। এবং স্বপ্নছায়ার নির্বাহী পরিচালক ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তাশফীন আব্দুল্লাহ সহ স্বপ্নছায়ার সকল সদস্যবৃন্দ।
শুভ উদ্ধোধন অনুষ্ঠানে তাশফীন আব্দুল্লাহ বলেন,
“স্বপ্নছায়া “নাম টি, স্বপ্নের মতো হলেও এই “স্বপ্নছায়া “সেচ্ছাসেবী সংগঠণটির সদস্যগণ,
অসহায় মানুষের স্বপ্ন বাস্তবায়নে সর্বদা নিয়োজিত। এই সেচ্ছাসেবী সংগঠণের এবারের মহতি উদ্বোগ। “মানবতার ঘর” মানব সেবা পরম ধর্ম, তাই, আসুন অসহায় শীতার্থ মানুষের পাশে দাড়ায়।
আমার, আপনার অপ্রয়োজনীয় কাপড়, এখানে দিয়ে যায়,আর যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন।সকলের সহযোগিতা কামনা করছি, সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আড়িয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহাদয় সাঈদ আনসারী বিপ্লব ভাইকে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন।
Posted ৯:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor