ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল নির্ধারণ হয়েছে শেষ ওভারে। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষে মাত্র ২ রানের নাটকীয় জয় পেয়েছে ইংল্যান্ড। শেষ বলে পাঁচ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। ব্যাটিং প্রান্তে ছিলেন মার্কাস স্টোয়নিস। কিন্তু সদ্য রাজস্থান রয়্যালসে সুযোগ পাওয়া টম ক্যারেনের দুর্দান্ত ইয়র্কারে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়।
শুক্রবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বিধ্বংসী মেজাজে শুরু করেন জস বাটলার। ওপেন করতে নেমে ২৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। জবাবে দুর্দান্ত শুরু অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নারের। এবার সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক ৪৭ বলে খেলেন ৫৮ রানের ইনিংস। তবে বাকিরা সেই শুরুর সদ্ব্যবহার করতে পারেননি। ২০ ওভারে ১৬২ রানের জবাবে ৬ উইকেটে ১৬০ রানেই আটকে যায় অস্ট্রেলিয়া।
ক্রিস জর্ডান যখন ১৯তম ওভার বল করতে আসেন অস্ট্রেলিয়ার তখন প্রয়োজন ছিল ১৯ রান। ওভারে ৪ রান দিয়ে প্রতিপক্ষকে আরও কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেন জর্ডান। শেষ ওভারে ১৫ রান করলেই জিতত অস্ট্রেলিয়া। কভারের উপর দিয়ে স্টোয়নিসের দুর্দান্ত শট আশা জাগিয়ে দেয়। শেষ বলে বাকি ছিল ৫ রান। কারেনের ইয়র্কারেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্ন।
Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | faroque