শোকাবহ আগস্টের এই রক্তিম সকালে একটি গানের কলি অন্তরে কান্নার সুরে শুণ্যতার অনুভূতি ছড়াচ্ছে। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই।
এই মহান নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুক সেই মিনতিপূর্ণ প্রার্থনাসহ পারলৌকিক শুভকামনা নিবেদন করছি। শোককে শক্তিতে রুপান্তর করে একটি সমৃদ্ধ বাংলাদেশের সোনালী স্বপ্নের বাস্তবায়নে অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থানের স্মৃতিচারন করছি।
আমার প্রাণপ্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দৃষ্টিতে অপরাধী অপরাধী হিসাবেই ঘৃণার পাত্র ছিলেন। তিনি ছিলেন দুর্নীতির বিরুদ্ধে এক আপোষহীন রাষ্ট্রনায়ক। অধিকার আদায়ের সংগ্রামে তাঁর সম্মোহনী নেতৃত্ব ইতিহাসের পাতাকে স্বর্ণাক্ষরে সমৃদ্ধি দান করেছে। আল্লাহ তার সমস্ত নেক আমল কবুল করুক।
এই মহান নেতাকে হত্যা করে যারা বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করে আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়ে অভিস্পাত কুড়িয়েছেন তারাও আজ না ফিরার দেশে। ইতিহাস যেন আজ ক্ষমাহীন বিচারক।ইতিহাসের ভয়াল আঘাতে আজ তারা চির রক্তাক্ত।আমি এই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের একজন ভাবশিষ্য হিসাবে নিজেকে ধন্য মনে করি।
আর দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মাঝে বঙ্গবন্ধুর ঈর্ষনীয় গুণগুলির শতভাগ অবলোকন করে আমার মন বলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আমার খুব কাছাকাছি স্থানে অবস্থান করছে। স্বপ্নপূরণের নৈসর্গিক স্বাদ যেন আমাকে আস্বাদিত করছে। এই মুহূর্তে আমার মনে পড়ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক কার্ল মার্ক্সের বাণী ধ্বংসের বুকে নতুন সৃষ্টি মাথা উঁচু করে দাড়ায় আর ভাবতে ভাল লাগছে সেই নতুন সৃষ্টিটিই হলেন আমার প্রাণপ্রিয় নেত্রী আজকের বিশ্বনেতৃবৃন্দের মধ্যকার উজ্জ্বলতম নক্ষত্র শেখ হাসিনা।
Posted ৮:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor