শামীম আশরাফ
সন্ত্রাসকে না ‘বলুন’ স্লোগানে অপরাধ দমনে কাউন্টার টেরিরেজমের কুষ্টিয়ায় সেমিনার অনুষ্ঠিত।
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার সকাল ১০টায় উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। চলমান ৩য় দিনের সেমিনারটি উদ্বোধন করেন কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।
উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভুমিকা শীর্ষক সেমিনারটি কুষ্টিয়া দিশা ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীসহ প্রসাশনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ২:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ জানুয়ারি ২০২২
protidinerkushtia.com | editor