নিজশ্ব প্রতিনিধী
সমুচিত জবাব দিলো মুক্তিযুদ্ধ মঞ্চ
২৪ ঘন্টার আল্টিমেটাম অন্যথায় কঠোর আন্দোলন
কুষ্টিয়া জেলার একমাত্র উপজেলা ভেড়ামারা যেখানে
উপজেলা পরিষদের মূল ভবনের সামনেই বঙ্গবন্ধু ও জিয়াকে সমঅবস্থান দিয়ে
নির্মিত ম্যুরালের ছবি গতকাল দৈনিক আরশীনগর পত্রিকায় প্রকাশের পর
বিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কুষ্টিয়া জেলা শাখা। তারা
কুষ্টিয়া থেকে ছুটে যান ভেড়ামারায়। সেখানে বঙ্গবন্ধুর পাশে জিয়াউর
রহমানের ছবি কালো কালির ক্রস চিহ্ন দিয়ে প্রতিবাদ জানায়। সেই সাথে
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসিবুর রহমান
রিজু, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ
আরিফুজ্জামান খানের নেতৃত্বে ভেড়ামারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থলে দাঁড়িয়ে
আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘাতক জিয়ার ম্যুরাল অপসারনের দাবি জানায়। অন্যথায়
কঠিন এবং কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারন করেন।
সেই সাথে আজ বেলা ১১টায় কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু মার্কেটের সামনে
মুক্তিযুদ্ধ মঞ্চের ডাকে মানববন্ধনের ঘোষনা দেওয়া হয়।
Posted ৬:৪০ অপরাহ্ণ | রবিবার, ১০ এপ্রিল ২০২২
protidinerkushtia.com | editor