মাসুম বিল্লাহ, মনিরামপুর প্রতিনিধি
জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা এবং জাতি গঠনের কারিগর হচ্ছেন শিক্ষকগণ। সম্প্রতি অনেক শিক্ষকের অকাল মৃত্যু হয়েছে। এর মধ্যে অনেকেই Covid-19 এ আক্রান্ত হয়ে আবার অনেকেই বিভিন্ন রোগে ভুগে মারা গেছেন।যে মেধাবী শিক্ষকদের হারিয়ে জাতি গভীর শোকে শোকাহত তাদের মধ্যে রয়েছেন পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মো: আবুল কালাম আজাদ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: ওসমান গনি, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( কৃষি ) মো: মিজানুর রহমান, ফুলতলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( কৃষি ) অজয় কুমার ঘটক, মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ড: এ.টি.এম.ওমর ফারুক, খুলনা জিলা স্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ জান্নাতুল ফেরদাউস, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নোমান মো: তৌহিদুল আনোয়ার, চুয়াডাঙ্গা ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মো: বসিরুল আলম প্রমুখ। অকাল মৃত্যু হওয়া শিক্ষকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শিক্ষক প্রতিনিধি শ্যামল কুমার দাস, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়।
Posted ৮:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque