ঈদের বাকি আর সপ্তাহখানেক। ঈদের আগে শেষ শুক্রবারে সরকারের নির্দেশ উপেক্ষা করে ঢাকা ছাড়ছে মানুষ। আন্তঃজেলা বাস বন্ধ থাকলেও নানা উপায়ে মানুষ বাড়ি ফেরায় বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকিও।
শুক্রবার সকাল থেকে মহাখালী, গাবতলী, সায়েদাবাদসহ বিভিন্ন টার্মিনালে দেখা গেছে ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড়।
ঢাকার বাইরে বাস না গেলেও সিএনজি-প্রাইভেট কার-মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট ও হালকা যানবাহনে করে গ্রামের বাড়ি যাচ্ছে মানুষ। বেশিরভাগ মানুষই মানছে না স্বাস্থ্যবিধি। উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্বও।
এদিকে, রাজধানীর ভেতরে গণপরিবহন চালু হওয়ায় কমেছে নিত্যযাত্রীদের ভোগান্তি। তবে যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত বাড়তি ৬০ ভাগের চেয়েও বেশি ভাড়া নেয়া হচ্ছে।