দৈনিক বাংলাদেশ সমাচার খুলনা বিভাগের বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক অনন্যা বার্তা DAILYONONNABARTA.COM সম্পাদক মোহাঃ শাহ আলম রেজা সহধর্মিণী অনন্যা আলম আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারী মরনব্যাধী ক্যান্সারের কারনে তাঁর মৃত্যু হয়। দীর্ঘ ৪ বছর চিকিৎসা করেও তার পরিবারের মানুষেরা তাকে ধরে রাখতে পারেনি। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবাড়ীয়া বাজারে মসজিদে বাদ যোহর ও বাড়াদী কবরস্থান মসজিদে বাদ আসর ও বাড়াদী উত্তর পাড়া মসজিদে বাদ মাগরিব দোয়া, মিলাদ ও দোয়া মাহফিল হবে সেই সাথে বাদ আসর কবর জিয়ারত করা হবে। এছাড়াও নিজ বাড়ীতে কোরআন খতম করা হবে। মরহুমারপরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।
মাত্র ৩৪ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে নাফেরার স্বর্গের দেশে চলে যান। সাংবাদিক শাহ আলম রেজা তার মরহুমা সহধর্মিণী অনন্যা আলম কে ১৯৯৮ সালে বিয়ে করে দাম্পত্যজীবন শুরু করেছিলেন। তাদের ঘরে ২ কন্যা জান্নাতুল ফেরদৌস পায়েল ও জিনিয়া আলম রিপা ও ১ টি পুত্র সন্তান মোহাঃ সালাউদ্দিন আলম সাহেদ।
Posted ৮:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
protidinerkushtia.com | editor