সাংবাদিক শেখ নাজমুল হোসেন এঁর মেয়ের শুভজন্মদিন পালিত
সাংবাদিক শেখ নাজমুল হোসেন এঁর মেয়ের শুভজন্মদিন পালিত হয়েছে। ২০১৩ সালের এই দিনে নাজমুল ও তার স্ত্রীর কোল জুড়াতে জন্ম নেয়া শিশুটি দেখতে দেখতে ৮তম বছরে পদার্পন করলো।
০৯ই সেপ্টেম্বর বুধবার সাংবাদিক নাজমুলের বাড়িতে তার পরিবারের সদস্যদের নিয়ে কেক কেঁটে ৭তম জন্ম বার্ষিকী পালন করেন। কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক প্রতিজ্ঞার বার্তা সম্পাদক ও জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেনে একমাত্র শিশু কন্যা নিশাত জাহান নওমীর জন্মদিন পালন করা হয়।
সে সময় সাংবাদিক শেখ নাজমুল হোসেন বাবা শেখ রফিকুল ইসলাম, মাতা জাহিদা বেগম, স্ত্রী শেখ নিপা খাতুন ও ছোট্ট ছেলে শেখ নিহানকে নিয়ে জুগিয়া হাট পাড়া (পৌর ওয়ার্ড নং ১৫) এ অবস্থিত নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। সাংবাদিক কন্যা নিশাত জাহান নওমীর ৭তম জন্মদিন উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন তার বাবা শেখ নাজমুল হোসেন।
Posted ২:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor