সাংবাদিক সোহানুর রহমান শিপন ভাইয়ের আজ শুভ জন্মদিন
এশিয়া টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি ও দৌলতপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান শিপন ভাইয়ের আজ (১০ ই সেপ্টেম্বর) শুক্রবার ৩০ তম শুভ জন্ম দিন।
আজকের দিনটা ভরে উঠুক অনাবিল আনন্দ ভালবাসা আর উৎসাহে উদ্দীপনায়, আশা করছি সব প্রিয়জনেরা আপনার পাশেই আছে। জীবনে আরো উন্নতি , সৌভাগ্য ,ঐশ্বর্য আসুক এই কামনাই করি।
আজকের এই দিনেই পৃথিবীর বুক আলোকিত করে এই সুন্দর ভুবনে এসেছিলেন ৷ হাটি হাটি পা পা করে জীবন থেকে মাইনাস হয়েগেছে ৩০ টি বছর ৷
আশা করি যে , হাসি ,আনন্দ, সৌভাগ্য এই বছরটায় সর্বদা আপনার সাথে থাকে ! আপনাকে জানাই জন্মদিনের অনেক প্রীতি -শুভেচ্ছা- অভিনন্দন।
আপনি এগিয়ে যান পুরুনো ক্ষত ভুলে, আপনি এগিয়ে যান সুন্দর স্মৃতিগুলো সঙ্গে নিয়ে ৷ প্রতিদিনের কুষ্টিয়া পরিবারের পক্ষ থেকে আপনার ভবিষ্যত দীর্ঘায়ু কামনায় চিরন্তন শুভকামনা *শুভ জন্মদিন*এর শুভেচ্ছা ও অভিনন্দন ৷
Posted ২:৪৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
protidinerkushtia.com | editor