“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছরের জাতীয় যুব দিবস উৎযাপন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সিক্ত বাংলাদেশের সার্বিক সহায়তায় নানা আয়োজনের মধ্যদিয়ে যুব দিবস উৎযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: ওবাইদুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৌলতপুর, কুষ্টিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেম সিক্ত বাংলাদেশ এর উপদেষ্টা জনাব মুজিবর রহমান, জনাব টিপু নেওয়াজ সহ বিভিন্ন কর্মকতাগণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জনাব, মো: শহীদ আল মেহবুব এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সিক্ত বাংলাদেশের প্রধান সমন্বয়ক মো: মাহবুল আলম তামিম। সিক্ত বাংলাদেশের কুষ্টিয়া জেলা সহ বিভিন্ন জেলায় জাতীয় যুব দিবস উৎযাপন করা হয়।
Posted ৩:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
protidinerkushtia.com | editor