স্কুল শিক্ষার্থী আনুশকার রহস্যজনক মৃত্যু।
ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে তার প্রেমিক দিহানকে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতাল থেকে বিকেল সোয়া ৪টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, নিহত শিক্ষার্থীর শরীরের উপরের দিকে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থী আনুশকা নূর আমিনের প্রেমিক দিহানকে আটক করা হয়েছে। এছাড়া, হাসপাতালে তার সঙ্গে তিনজন এসেছিলো, তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কলাবাগান থানার ওসি-তদন্ত আসাদুজ্জামান বলেন, আনুশকা নামের ওই শিক্ষার্থী তার প্রেমিক দিহানের বাসায় যান। সেখানে অজ্ঞান হয়ে পড়লে দিহান নিজেই তাকে হাসপাতালে আনেন। তাদের মধ্যে দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন
Posted ১০:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor