সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
স্বাস্থ্যবিধি না মানায় মিরপুরে ১৫ জনকে জরিমানা করা হয়েছে। আজ ১৩ আগষ্ট (বৃহস্পতিবার) স্বাস্থ্য বিধি মেনে না চলায় কুষ্টিয়ার মিরপুর উপজেলাতে ১৫ জনকে তের হাজার পাঁচ শত টাকা (১৩,৫০০) জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস ও সহকারি কমিশনার রকিবুল হাসান এই দন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার উপজেলার বহালবাড়িয়া ইউনিয়নে এবং সহকারি কমিশনার রকিবুল হাসান পৌর এলাকায় এই অভিযান পরিচালনা করেন। উল্লেখ্য, ইতিমধ্যে উপজেলাতে সকল এলাকায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যাবহার করার জন্য বার বার মাইকিং করা হয়েছে।
Posted ৩:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor