কুষ্টিয়া সদর উপজেলা এলাকায় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে, শহরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করেছেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
এই অভিযানে মাস্ক না পরায় ১০জনকে ২৮০০টাকা জরিমানাও করা হয়েছে বলে জানা যায়। সেই সাথে পথচারি, বিভিন্ন দোকানগুলোতে এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়। এছাড়াও যে সকল অসহায় মানুষের মাস্ক কেনার সামর্থ নেই, তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক দেওয়া হয়।
উল্লেখ্য, কোভিট-১৯ করোনা ভাইরাসের শুরু থেকে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী একজন করোনা যোদ্ধা হিসাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে খোঁজ নেওয়া, প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌছে দেওয়া সহ বিভিন্ন ভাবে এই মহামারী সময়ে কাজ করে চলেছেন।
Posted ২:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor