রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো যবিপ্রবির চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের প্রাণ

সাজ্জাদ ফয়সাল

সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো যবিপ্রবির চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের প্রাণ

যবিপ্রবি প্রতিনিধি


সড়ক দুর্ঘটনায় গুরুতর অাহত যবিপ্রবির পিএমই বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসান অার নেই।তিনি অাজ ঢাকার পঙ্গু হাসপাতালে অানুমানিক রাত ১২.৩০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তার এই অকাল মৃত্যুকে যবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত কাজে তার এলাকার ছোট দুই ভাইসহ মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে যশোর অাসার পথে অানুমানিক সকাল ৯.৩০ টায় মহেশপুর-খালিশপুর রোডের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় একই দিক থেকে অাসা একটা ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। ফলে তার হাত,পা,মাথায় গুরুতর জখম হয় এবং পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।এলাকাবাসীর সহায়তায় তাকে এম্বুলেন্সে করে তাকে প্রথমে যশোর সদর হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।সেখানে ২ দিন গুরুতর অসুস্থ থাকার পর অাজ মারা যান।

যবিপ্রবির মেধাবী শিক্ষার্থী মোঃ জাহিদ হাসান বিশ্ববিদ্যালয়টির পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং শহীদ মসিয়ূর রহমান হলের অাবাসিক ছাত্র।তিনি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট গ্রামের ওয়ার্ড মেম্বার মোঃ কামাল উদ্দিনের ছেলে।


Facebook Comments Box


Posted ২:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!