শুক্রবার | ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

হাকিমপুর থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ১ লাখ ৬৫ হাজার টাকা গেল কই?

মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর।

হাকিমপুর থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ১ লাখ ৬৫ হাজার টাকা গেল কই?

দিনাজপুরের হাকিমপুরে মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও ১ লাখ ৬৫ হাজার টাকা সহ তিনজনকে আটক করা হলেও এজাহারে টাকার কথা উল্লেখ করা হয়নি। শুধু ফেন্সিডিল উদ্ধার দেখিয়ে আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। ফলে এজাহারে বাদী থানার উপ-পরিদর্শক (এসআই) নিহার রঞ্জন রায়ের বিরুদ্ধে আসামীদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।


আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) গ্রামের রানা হোসেনের স্ত্রী সাবিনা ইয়াসমিন (২৬), জেলার বিরামপুর উপজেলার দেবীপুর-বনখুনজা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে টগর হোসেন (৩২) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তাঁতীপাড়া গ্রামের রিপন হোসেনের স্ত্রী মুক্তা বেগম (২৯)।

এজাহার সূত্রে জানাগেছে, গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই নিহার রঞ্জন রায়সহ কয়েকজন পুলিশ সদস্য উপজেলার দক্ষিণ বাসুদেবপুরের চুড়িপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা চুড়িপট্টি এলাকার মুক্তার হোসেনের বাড়ীতে তল্লাশী চালান। সেখান থেকে চারটি লোহার পাইপের ভিতরে ৫৪ বোতল ফেন্সিডিল লুকিয়ে বহন করার সময় পুলিশ সদস্যরা সাবিনা ইয়াসমিন, মুক্তা বেগম ও টগর হোসেনকে হাতে নাতে আটক করেন। পরে বাদী থানার উপ-পরিদর্শক (এসআই) নিহার রঞ্জন রায় ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার দেখিয়ে এ ঘটনায় জড়িত আটককৃত তিনজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করেন। এছাড়া সোহানা আক্তার চাঁদনী সহ আরও ৩/৪ জনকে পলাতক দেখিয়ে আসামী করা হয়েছে। যার নং ১৯, তাং ২৬/১১/২০ইং। পরেরদিন আসামীদের দিনাজপুর আদালতে পাঠনো হয়।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আসামী সাবিনা ইয়াসমিনের স্বামী রানা হোসেন অভিযোগ করে বলেন, পুলিশ ওইদিন কোথা থেকে একজন অটোচালককে ফেন্সিডিল সহ আটক করে আমাদের বাড়ীতে নিয়ে আসে। এসময় ওই অটোচালককে পুলিশ বলে এই বাড়ীর কে কে জড়িত তাদের নাম বল। তখন অটোচালক বলে আমি অপরাধী, এরা কেউ না। এরপরে এসআই আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে ছোট বোন চাঁদনী বেগমের শোবার ঘরে ঢুকে জিনিসপত্র তছনছ করে ড্রয়ার থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা বের করে নিয়ে গেছে। সঙ্গে ১টি স্বর্নের আংটি ও ১টি চেইনও নিয়ে গেছে। তিনি আরও বলেন, আপনাদের কাছে এই অভিযোগ করার পর হয়ত পুলিশ আমাকেও ধরে নিয়ে যেতে পারে। রানার বাবা মুক্তার হোসেনও একই অভিযোগ করেন।


পুলিশি অভিযানের সময় ওই বাসায় কর্মরত রাজমিস্ত্রি জনি হোসেন বলেন, সিভিলে দুইজন লোক এসে বাড়ীর সকলের নাম জিজ্ঞেস করে বলে চাঁদনী কে? এরপর ঘরে ঢুকে ড্রয়ার খুলে কি যেন খুঁজতে থাকে। একপর্যায়ে তারা আমাকে বলে আমরা কিছু নিয়েছি নাকি? আমাদের তোমরা চেক করতে পারো এই কথা বলে চলে যায়। তবে টাকা নিয়েছে কিনা আমি বলতে পারব না।

অভিযোগ প্রসঙ্গে থানার এসআই নিহার রঞ্জন রায় জানান, অভিযোগ করে কোন লাভ হবে না। কারণ অভিযানের সময় সেখানে অনেক লোক ছিল। এ ধরনের ঘটনা অসম্ভব। তাদের পরিবারের সবার বিরুদ্ধে মামলা হয়েছে বলেই আমাদের প্রতি তাদের একটা আক্রোশ আছে। কেউ ক্ষতিগ্রস্থ হলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে এটি আমার চাকরির বয়স থেকেই দেখে আসছি বলে মন্তব্য করেন।


থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, টাকা বা অন্য কিছু নেওয়ার বিষয়টি সত্য হওয়ার কোন মতেই সুযোগ নেই। আর যদি টাকা জব্দের বিষয় থাকতো, তাহলে তো মামলা আরো শক্তিশালী হতো। মানি লন্ড্যারিং মামলা করতাম। ফেন্সিডিল তাদের বাসায় পেয়েছি। এতে তারা মিথ্যা অভিযোগ করছে।হাকিমপুর সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন সরকার জানান, এবিষয়ে তারা যদি আমার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন, সেক্ষেত্রে বিষয়টি তদন্ত করা হবে। ঘটনার সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

Facebook Comments Box

Posted ৪:১৮ অপরাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!