জাতীয় সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম এমপি, কুষ্টিয়া ৩৩৫. নাতনি আদিবা আয়েশা সোহা পবিত্র কুরআন শরিফের ৩০ পারা মুখস্ত করে হাফেজা হয়েছেন।
গত কাল ৫ সেপ্টেম্বর রোজ শনিবার এভেরোজ স্কুলের হিফজ বিভাগ এক সমাবর্তনের আয়োজন করেন, ভার্চুয়াল মাধ্যমে এ অনুষ্ঠানে ৯ জন কুরআন হাফেজ কে পুরস্কার করা হয়।
৩০ পারা পবিত্র কুরআনের হাফেজা হওয়াতে মাননীয় এমপি মহাদয় অনেক খুশি হয়েছেন।তাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন এটা আমার ও আমার পরিবার ও এলাকার এক গর্বের বেপার।
শুকরিয়া আদায় করি মহান আল্লাহ কাছে মহান আল্লাহ রহমত ছাড়া কেও কুরআনের হাফেজ হতে পারেন না।সেই সাথে এমপি মহদয় আদিবা আয়শা সোহার জন্য এলাকাবাসির কাছে দোয়া চেয়েছেন।
হাফেজা আদিবা আয়শা সোহা বাংলাদেশ জাতীয় যুব ছায়া সংসদের সদস্য ৩৩৪ কুষ্টিয়া।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor