
দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ৬৪ বোতল ও খালি ৪৭ বোতল ফেনসিডিল সহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আটককৃত স্বামী-স্ত্রীরা হিলির মধ্যবাসুদেবপুরের জসিম মিয়ার স্ত্রী মিম বেগম (মালা) (২৫) ও ভুট্ট মিয়ার ছেলে জসিম মিয়া (২৮)।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৯ টায় হিলির মধ্যবাসুদেবপুর মঞ্জু মিয়ার বাড়ি থেকে ফেনসিডিল সহ তাদের আটক করে পুলিশ। বিষয়টি জানিয়েছেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, শনিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে মধ্যবাসুদেবপুর মঞ্জু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী মালা ও জসিমকে ৬৪ বোতল ও খালি ৪৭ বোতল ফেনসিডিল সহ তাদের হাতেনাতে আটক করি।
আটককৃত দম্পতির বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা করে রোববার সকালে তাদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।