মাদক ব্যবসাকে কেন্দ্র করে দিনাজপুরের হিলিতে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে এবং খুনের দায়ে বন্ধুকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে হিলির ধরন্দাগ্রামে।
মৃত যুবক ধরন্দাগ্রামের মৃত হুরু মিয়ার ছেলে শাকিল হোসেন (১৯)।
শনিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর হিলি থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে আজ দিবাগত গভীর রাতে শাকিল তার বন্ধু একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাসেল (২০) কে হাসুয়া দিয়ে মারতে আসে। এসময় রাসেল শাকিলের হাত থেকে হাসুয়াটি কেড়ে নেয় এবং ঐ হাসুয়া দিয়ে রাসেল শাকিলকে আঘাত করে।
পরে স্থানীয়রা শাকিলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে ভর্তি করে। শাকিলের অবস্থা অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান এবিষয়ে শাকিলকে হত্যার দায়ে রাসেলকে গ্রেফতার করা হয়েছে।