দিনাজপুরের হিলিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে হিলির নয়াপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত বড়ভাই হিলির নয়াপড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মুক্তার হোসেন (৩০)।
হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আজ বিকেলে হিলির নয়াপাড়া গ্রামে মৃত সাহেব আলীর দুই ছেলে রুহুল আমিন ও মুক্তার হোসেনের মধ্যে পারিবারিক দন্ড লাগে। এসময় ছোট ভাই রুহুল আমিনের হাতে থাকা কাঠের বাটাম দিয়ে বড় ভাইয়ের মাথা আঘাত করে এবং বাটামের আঘাতে বড় ভাই মুক্তার হোসেন মারা যায়। এসময় মুক্তার হোসেনের স্ত্রীকে বেধড়ক মারপিট করে। তার অবস্থা গুরুতর হলে গ্রামবাসী তাকে উদ্ধার করে হিলি হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, লাশের সুরতহালের জন্য দিনাজপুরে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।
Posted ১১:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor