দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ব্যাটারী চালিত ভ্যানগাড়িতে ৪৬ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছেন থানা পুলিশ।
আটককৃত আসামি হিলির বৈগ্রামের মৃত ছাদেক আলির ছেলে জিয়াউর রহমান (৩৮)।
আজ রোববার সকাল ৯ টায় হিলির ছোট ডাঙ্গাপাড়া পাকা রাস্তা উপর থেকে ভ্যানগাড়িতে ৪৬ বোতল ফেন্সিডিল সহ তাকে পুলিশ গ্রেফতার করে।
হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আজ রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার সঙ্গী ফোর্স নিয়ে ছোট ডাঙ্গাপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ব্যাটারী চালিত ভ্যানগাড়িতে ৪৬ বোতল ফেন্সিডিলসহ জিয়াউরকে হাতেনাতে আটক করে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।