দিনাজপুরের হিলিতে শেয়াল-কুকুরের ধাক্কায় দুই জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা গাইবান্ধা জেলা সদরের পুর্ব কোমরনই গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে সাইদার (৩২) ও একই গ্রামের মৃত নাদের হোসেনের ছেলে সবুজ (৩৫)।
আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারিতে) দুপুর ২ টায় হিলি সাতনি চারমাথা মোড়ে এদুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে একটি কুকুর একটি শেয়ালকে ধাওয়া করে রাস্তায় উঠে। এসময় ১৫০ সিসি মোটরসাইকেল যোগে গাইবান্ধা থেকে হিলি মুখো দ্রুত গতিতে আসলে শেয়াল আর কুকুরের সাথে ধাক্কা লাগে। এসময় দুই জন মোটরসাইকেল আরোহীর মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাকিমপুর (হিলি) হাসপাতালে ভর্তি করে।
হাকিমপুর হাসপাতালের কর্মরত মেডিক্যাল অফিসার ডা. গাদ্দাফি বলেন, একজনকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু আর একজন মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কা জনক।তার মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়েছে, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।